মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার নালিয়া গ্রামে ছাগল নিয়ে দ্ব›েদ্বর জের ধরে গ্রাম্য প্রতিপক্ষ হামলা চালিয়ে ৭ জনকে কমবেশি রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ও আহত নালিয়া গ্রামের সোহাগ খান বুধবার (১৭ জুলই লোহাগড়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে মামলা করেছেন (মামলা নং ১৮(০৭)/২৪)। আসামীরা হলেন- লোহাগড়া উপজেলার দরিমিঠাপুর গ্রামের বদিন খান (৫৫), শওকত আলী খান (৫৩), শাহাজাহান খান (৪৯) ওরফে ঘরজে শাজাহান,মনিরুল ইসলাম (৩০), ইমদাদুল খান(৩৫),মফিজ খান (৪৭) এবং নালিয়া গ্রামের আজাদ মোল্যা (৪৫), জুয়েল খান (৩৭), নবীর খান ওরফে থোড়, মোর্শেদ খান ওরফে কলাই, হৃদয় মোল্যা,টিটো খান,হাফিজার খান,নিশাত খান,নবাব আলীসহ অজ্ঞাত ৫/৬জন। মামলার বিবরণ,এলাকবাসি ও আহতদের সূত্রে জানা গেছে, নালিয়া গ্রামে দু‘টি শক্তিশালী প্রতিপক্ষ গ্রæপ রয়েছে। যাদের মধ্যে দীর্ঘকাল ধরে সামাজিক দ্ব›দ্ব চলে আসছে। পাশর্^বর্তী গ্রামের লোকজন বিভিন্ন সময় ওই দু‘টি পক্ষে মদদ ও সহযোগিতা দিয়ে থাকেন। রোববার (১৪ জুলাই) বিকেলে নালিয়া গ্রামের সোহাগ খানের বাড়ির পাশ থেকে তার একটি ছাগল চুরির চেষ্টা করে একই গ্রামের টিটো ও হৃদয়। সোহাগ খান আসামী টিটো ও হৃদয়ের পক্ষীয় লোকদের নিকট এ ঘটনার বিচার দাবি করেন। পরদিন সোমবার (১৫ জুলাই) সকালে বিচার দেয়া কথা বলে নালিয়া গ্রামের তেমাথা নামক স্থানে যেতে বলে। তাদের কথামত সোমবার সকালে (১৫ জুলাই) সোহাগ খান কয়েকজন লোক সাথে নিয়ে তেমাথা নামক স্থানে রওনা হন। তেমাথা পৌঁছানোর আগেই পূর্বপরিকল্পিত ভাবে আসামীরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে রক্তাক্ত জখম করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ