সরদার নাছির আহমেদ:
নড়াইলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঢাল-সড়কিসহ ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিাবর (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন নড়াইলের সেনা ক্যাম্পের কতৃপক্ষ।
নড়াইল আর্মি ক্যাম্প সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ৫টি ব্যারেলের তৈরি ঢাল, ৫টি বল্লম ও ৩ টি কোচ উদ্ধার করেন।