মাহফুজুর রহমান কালিয়া থেকে: নড়াইলে বি এন পির যৌথসভা অনুষ্ঠিত হয়। ২৫ আগষ্ট রোববার দুপুরে জেলা বি এন পির আয়োজনে শহরে চৌরাস্তা মোড়ে দলিয় কার্যালয় সভায় সভাপতিত্বে করেন জেলা বি এন পির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম , সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মনিরূল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন জেলা বি এন পির সহ-সভাপতি জুলফিকার আলি মন্ডল , আসাদুজ্জামান , যুগ্ম সাধারণ আলী হাসান , এ্যাডঃ মাহবুব মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ , সদর উপজেলার বি এন পির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান , সদস্য সচিব মুজাহিদুর রহমান , পৌর বি এন পির আহবায়ক আজিজার রহমান , সদস্য সচিব রেজাউল খুবির রেজা, জেলা শ্রমিক দলের আহবায়ক সাইদুজ্জামান, কৃষক দলের আহবায়ক নবীর হোসেন , জেলা যুবকের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক রুবেল , জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ। এর আগে পুরাতন বাসটার্মিনাল থেকে বি এন পি, যুবদল, ছাত্রদল, সেচ্ছা সেবক দল, শ্রমিক দলের নেতা কর্মীরা মিছিল করে দলিয় কার্যালয় যেয়ে শেষ করে।