মাহফুজুর রহমান নড়াইল থেকে: নড়াইলের কালিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বি.এম শুকুর আলী পিলুর বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমুলক মামলা দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। অপরদিকে কালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মো.শাহীদুল ইসলাম শাহীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা দেওয়ায় প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও অন্যান্য সদস্যরা ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সঠিক তদন্তপূর্বক অবিলম্বে ওই সাংবাদিক ও শিক্ষক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানিয়েছেন। নড়াইলের কালিয়া প্রেস ক্লাব কার্যালয়ে বুধবার সকাল ১১ টায় গোলাম মোর্শেদের সভাপতিত্বে এক বিশেষ সভার মাধ্যমে সাংবাদিকরা এ প্রতিক্রিয়া জানান। অপরদিকে সদর হাসপাতাল সংলগ্ন সমিতির কার্যালয়ে জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মঙ্গলবার এক সভায় মিলিত হন। জেলা শিক্ষক সমিতির আহবায়ক মো. মহিদুল ইসলাম মুরাদের সভাপতিত্বে সভায় জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব মো.ফরিদুল ইসলামসহ নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নবনিযুক্ত পুলিশ সুপার কাজী এহসানুল কবিরকে মুঠোফোনে বুধবার এ মিথ্যা ও হয়রানী মূলক মামলার বিষয়টি অবহিত করেছেন। এদিকে একই ঘটনায় শিক্ষক নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ করবেন বলে তাদের সভায় সিদ্ধান্ত গ্রহণ করেন।