ইউসুফ আলী জুলহাস।।বরিশালের হিজলা উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার।
রবিবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু সিকদার আধুনিক হিজলা উপজেলা গড়ার লক্ষ্যে হিজলায় কর্মরত সাংবাদিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন।
এ সময় হিজলায় কর্মরত সাংবাদিকরা তাকে আধুনিক হিজলা গড়তে সকল ধরনের তথ্য দিয়ে সার্বিক সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা উপজেলার শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থা,মাদক,চুরির সহ নানান বিষয়ের উপর আলোকপাত করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু বলেন আমার একার পক্ষে আধুনিক হিজলা উপজেলা গড়া সম্ভাব নয়।
উপজেলা চেয়ারম্যান আলতাব মোহাম্মদ দীপু আরো বলেন সকলে মিলে হিজলার সমস্যা নিয়ে যদি একযোগে কাজ করি তাহলেই আধুনিক হিজলা গড়া সম্ভব।
সাধারণ জনগণকে শোষণকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন হিজলায় খেয়াঘাট কিংবা বাসষ্ট্যান্ড ইজারার নামে অতিরিক্ত টাকা আদায় করে মানুষকে হয়রানী করলে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম মাহিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক নূরনবী, সহ-সভাপতি আব্দুল আলীম, মোহাম্মদ নাসির উদ্দিন সহ প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।