আব্দুস সালাম মিন্টু:
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইনিয়নের মহব্বতপুর এলাকার জনসাধারণের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলার বান্দুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় (১০ আগস্ট) শনিবার বাদ এশা স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত থাকিয়া উক্ত মিলাদ মাহফিল সম্পুর্ণ করেন! এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা বলেন দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিতে সবচেয়ে বড় অবদান ছিলো ছাত্র-ছাত্রীদের।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সার্ভীক সহযোগীতায় ছিলেন মোঃ সামসেল, বান্দুরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরছালিন সহ এলাকাবাসীরা! মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনায় ছিলেন মোঃ রনি মির্জা!