আবুল বাশার নবীগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণায় নবীগঞ্জে আওয়ামী লীগের পথসভাকে কেন্দ্র করে দু-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতংকিত হয়ে পড়েন শহরবাসী। পরিস্থিতি বেগতিক দেখে এদিক-বেদিক ছুটতে থাকেন পথচারীরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের ভেতর অবস্থান নেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। নবীগঞ্জ থানা পুলিশের তাৎক্ষণিক কার্যকরী ভূমিকায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা থেকে রক্ষা পায় নবীগঞ্জ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি নবীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে শহেরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়। এসময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জেরে মারমূখী অবস্থান নেয় দু-পক্ষ। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যেই নবীগঞ্জ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে এদিক-ওদিক ছুটতে থাকেন পথচারীরা। শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দোকানের ভেতর অবস্থান নেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তাৎক্ষণিক নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যকরী ভূমিকা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন তুচ্ছ বিষয় নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোন ধরনের সংঘর্ষ হয়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ