আবুল বাশার নবীগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামে কানাডা পাঠানোর প্রলোভন দিয়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে প্রতিকার চেয়ে ওই গ্রামের মৃত কুতুব উদ্দিন চৌধুরীর পুত্র মহিউদ্দিন চৌধুরী বাদি হয়ে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত এললাই মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫) ও তার ছোট ভাই মেহেদি হাসানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২৭ আগষ্ট বেলা ১১টার দিকে বাদিকে কানাডা পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১৬ লক্ষ টাকার মাঝে ৬ লক্ষ টাকা নেয় ওই চক্রটি। এ সময় কথা হয় পাঠানোর পর বাকী ১০ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু তারা বাদিকে না পাঠিয়ে তালবাহানা শুরু করে। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তারা টাকা নেয়ার কথা অস্বীকার করে। অবশেষে মহিউদ্দিন বুঝতে পারেন ওই প্রতারক চক্র তার তার সাথে প্রতারণা করেছে। অবশেষে কোথাও বিচার না পেয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করলে বিচারক মামলা আমলে নিয়ে তদন্তের জন্য জেলা ডিবি পুলিশকে নির্দেশ দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ