মোঃ আবু তালেব নবীগঞ্জ স্টাফরিপোর্টার ঃ
নবীগঞ্জ উপজেলা ৮নং সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি উত্তরপাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে । গতকাল ৩০ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় পল্লীবিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের অবহেলার কারণে বিদ্যুতের তারে শর্ট লেগে আগুনের সুত্রপাত হয়, ২০ মিনিটের মধ্যে সম্পূর্ণ ঘরে আগুনের লেলিহা ছড়িয়ে পড়ে । এলাকার সাধারন জনগণ এসে আগুন নিভানোর চেষ্টা করে ও নিয়নন্ত্রণে আসেনি। পরে সাথে সাথে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীকে অবহিত করা হলে ফায়ার সার্ভিস কর্মিরা এসে শতচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি উত্তর পাড় গ্রামের ছুরুক মিয়া গংদের ঘরে দুপুর সাড়ে ১২টার সময় বিদ্যুতের লাইন ঠিক করতে আসলে বিদ্যুৎ অফিস কর্মিকে অবহিত করা হয় । কিন্তু বিদ্যুৎ কর্মিরা তাহা গুরুত্ব দেয়নি, কিন্তু বিদ্যুৎ কর্মিরা পাশের ঘরের লাইন ঠিক করতে গেলে উল্লেখিত ঘরে বিদ্যুতের তারে শর্ট করলে মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে, প্রচন্ড অগ্নিকান্ডে ঘরে থাকা সৌদী প্রবাসী আবুতালিব এর নগদ ৪লক্ষ টাকা, ও নবীগঞ্জ ৮নং ইউনিয়নের মহিলা মেম্বার আবিদা বেগমের স্বামী সামসুল হকের ব্যাবসার ৪০ হাজার টাকা সহ ঘরের টিন,সুপা ফার্ণিচার ৮/১০ টি ফালং খাট, ৩/৪ টি ফ্রিজ, বেড বেডিং , চুকেস, খাড়া আলমারী, স্টীলের আলমারী,প্রয়োজনীয় দলিলপত্র , ঘরে থাকা বোর ফসল ধান, চাওলের বস্তা সহ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা ৩টি গ্যাস সিলিন্ডার পুরে বিষ্পোরন ঘটে। ডুবাই প্রবাসী ছুটি থেকে আসা হিফজুর রহমান জানান, আলমারীতে থাকা তাহার পাসপোর্ট পুরে ছাই হয়ে গেছে। সে আগামী ৭মে ২০২৪ ইংরেজী তারিখে ডুবাই যাওয়ার প্লাইটের তারিখ ছিল। সে তাহার পাসপোর্ট পুরে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়ে । ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নাম হলো মৃত শালিস মিয়ার পুত্র মোঃ ছুরুক মিয়া, সামসুল মিয়া, সৌদী প্রবাসী আবুতালিব , প্রবাসী হিফজুর, সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের মহিলা মেম্বার আবিদা বেগম। অসহায় ক্ষতিগ্রস্তদের দেখার জন্য নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বর্তমান নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ও বর্তমান ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাজমা বেগম , নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজু আহমেদ, উপজলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আলমগীর সালমান, ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মুরাদ আহমেদ উল্লেখিত ঘর পর্যবেক্ষন করেন।