হবিগঞ্জ জেলা প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্ট করার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন সমাধান না হওয়ায় গতকাল রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নবীগঞ্জের সদরঘাট এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন- দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন এর নেতৃত্বে তার চাচা আব্দুল বাতির কর্তৃক সদরঘাট এলাকার ভরারী মৌজাস্থ আমন রকম ভূমির সীমানার চর্তুদিকে ২টি এক্সেভেটর মেশিন দিয়ে ভূমির সীমানায় ১০ ফুট গভীর করে ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মান করেছেন। ফলে জলাবদ্ধ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কয়েকশ কৃষকের ফসল। পাশাপাশি জমিগুলো ফসলের অনুপযোগী হয়ে পড়বে। এ নিয়ে ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশন ও স্থানীয় এসিল্যান্ডের কাছে অভিযোগ দিয়েও কোন বিচার পাননি ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের অভিযোগ অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কোন একশনে যাচ্ছেনা স্থানীয় প্রশাসন। তাই এবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। গতকাল রোববার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার সদরঘাট ভড়ারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন কর্মসূচিতে অংশনেন স্থানীয় শতাধিক কৃষক। তারা এর সুষ্ট বিচার দাবী করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।
মানববন্ধনে অংশনেন, জিয়াউর রহমান তালুকদার, খুর্শেদুল আলম, শেখ ফজলুর রহমান, শেখ আঃ নুর, মোঃ শেখ আঃ শহীদ তালুকদার, শেখ আঃ কাইয়ুম, ফুল মিয়া, সুন্দর আলী, শেখ নজরুল ইসলাম, এলাইছ মিয়া, শেখ আবরুছ মিয়া, শেখ ফজলুর রহমান, শেখ আনোয়ার হোসেন,আঃ জব্বার, হাজী ওলী মিয়া, মোঃ কায়েদ আহমদ, ইমদাদুল হক, আবুল মিয়া, লায়েক মিয়া, দিলবর মিয়া, হাসন আলী তালুকদার, আঃ বাতির মিয়া, শেখ ফখরুল ইসলাম বিলাল, ফেরদৌস মিয়া, মোঃ শরাফত উল্লাহ, জুনেদ আলী, দরবেশ মিয়া, খালেদ মিয়া তালুকদার, মোঃ আঃ রহিম, মোঃ আজিদ মিয়া, মোঃ দিলাল মিয়া, মোঃ কামাল মিয়া, মোঃ সাইস্তা মিয়া, মুজিবুর রহমান তালুকদার, শিতার মিয়া, ইয়াওর মিয়া, শিলু মিয়া, আসদ্দর মিয়া, রায়হান মিয়া, কাইয়ুম মিয়া, সুবেল মিয়া তালুকদার, এলাইছ মিয়া, নজরুল ইসলাম, ফখর উদ্দিন, শেখ আঃ রহমানসহ শতাধিক গ্রামবাসী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ