মো. তাজুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর দুই ঘটিকায় নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত আছকির মিয়ার পুত্র ফয়জুল হক (৫০) প্রতিদিনের মতো পাশের হাওরে গরু চড়াতে যান। দুপুর দুইটার দিকে পাশে একটা পাখি দেখে পাখিটিকে ধরতে যান। পাখির উপর হাত রাখতেই একটি বিষাক্ত সাপ চুবল দেয়। সাপের চুবলের বিষ সহ্য করতে না পেরে পাশে থাকা লোকদের ডাক দেন এবং তারা দ্রুত বাড়িতে নিয়ে এসে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌছার পরে কর্মরত চিকিৎসক ফয়জুল হক মারা গেছে বলে জানালে পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়িতে চলে আসে লাশ দাপনের ব্যবস্থা করেন। এ মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।