হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চল্লিশ হাজার টাকা ঋন নিয়ে ঊনিশ মাসে আটত্রিশ হাজার টাকা লাভ দিয়ে সুদখোরের খপ্পর থেকে রক্ষা পাচ্ছেন না এক নিরিহ লোক। আরো লাভ দিতে অহরহ হুমকি এমনকি রাস্তায় একা পেয়ে কউসুূর মিয়া নামের যুবককে পিঠিয়ে আহত করেছে এক সুদখোর। ঘটনাটি ঘটেছে গত ২৪ মে নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে।
এঘটনায় নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন কউসুর মিয়া। লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রকাশ- নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বারইকান্দি গ্রামের সালামত আলীর পুত্র কউসুর মিয়া একজন নিরিহ লোক।পরিবারের ভরণপোষণ ছালাতে হিমশিম খাচ্ছেন। প্রায় দেড় বছর পূর্বে তিনি একই ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র দুদা মিয়ার কাছ থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহন করেন। তার বিনিময়ে প্রতিমাসে ২ হাজার টাকা করে বিগত উনিশ মাসে ৩৮ হাজার টাকা লাভ দিয়েছেন এবং ঋনের ২০ হাজার হাজার টাকা পরিশোধ করেছেন। কিন্তু কোন ভাবেই মেনে নিতে পারেনি সুদখোর দুদা মিয়া। আরো বাড়তি হারে লাভ দিতে চাপ প্রয়োগ করে দুদা মিয়া। কিন্তু কউসূর মিয়া দিতে অপারগতা প্রকাশ করলে গত ২৪ মে তাকে একা পেয়ে বাড়ির পাশে রাস্তায় একা পেয়ে কিল,মুড়া,লাথি, মেরে লিলাফুলা জখম করে। পরে সে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে গত ৩ জুন নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসারের নিকট সুদখোর দুদা মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে জানতে চাইলে-নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অনুপম দাশ অনুপ-কে বারবার ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি। সুদখোরের হামলায় নিরিহ লোক আহত হওয়ায় ওই এলাকায় সমালোচনা চলছে। প্রশাসনের সুদৃষ্টি চাচ্ছেন আহত কউসূর মিয়া ও এলাকার সচেতন মহলের লোকজন।