কে হবেন মহিলা ভাইস চেয়ারম্যান?
মোঃ আবু তালেব নবীগঞ্জ হবিগঞ্জ থেকে ঃ
নবীগঞ্জ উপজেলা দুই জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীই প্রতি ৫বৎসর অন্তর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে আসছেন। একজন দুই বার নির্বাচনে বিজয়ী হয়েছেন,আবার তৃতীয় পার্থী হয়ে নির্বাচনে লড়ছেন নাজমা বেগম। অপর জন তিন বার নির্বাচনে পরাজিত হয়ে চার বারের প্রার্থী হয়ে লড়ছেন শেখ ছইফা রহমান কাকলী। আশা আকাংকা নিয়েই ছইফা রহমান কাকলী এ পর্যন্ত ৪ বারের প্রার্থী হয়ে জন সাধারনের দ্ধারে দ্ধারে ঘুরে বেড়াচ্ছেন। জন সাধারন ইনচাব বিত্তিক এবারের মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেখ ছইফা রহমান কাকলীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়ে গেছেন। কারন হচ্ছে ঐ ছইফা রহমান কাকলী ৩ বার নির্বাচনে পরাজিত হয়ে আবার ৪বারের প্রার্থী হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচনে জন সাধারনের দ্ধারে দ্ধারে ঘুরে বেড়াচ্ছেন। নবীগঞ্জের অধিকাংশ সর্ব স্তরের জন সাধারন এখন ছইফা রহমান কাকলীকে নিয়েই ভাবছেন। নবীগঞ্জের ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় শুধু ছইফা কাকলীর নামই শুনা যাচ্ছে ।