মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যাচাই বাছাই ও প্রতীক বরাদ্ধের পর্ব শেষ হওয়ার পর নির্বাচনের প্রার্থীরা এখন যার তার কৌশল বিনিময়ের মাধ্যমে মাঠে ও গণসংযোগ করতে দেখা যাচ্ছে । প্রার্থীরা এখন ব্যস্ত ভাবে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন এলাকায় ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেক প্রার্থীরা এখন প্রতিযোগিতা মুলক ভাবে প্রার্থীরা বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এখন প্রার্থীরা মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং ঘুম হারাম করেছেন। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনের সরগরম শুরু হয়ে গেছে । চেয়ারম্যান প্রার্থীরা হলেন নবীগঞ্জ ১১ নং গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমদাদুর রহমান মুকুল- হেলিকপ্টার মার্কা, নবীগঞ্জ উপজেলা বি,এন,পির যুগ্ন আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু- চিংড়ি মাছ,
নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম- ঘোড়া মার্কা, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ- মোটরসাইকেল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা , ও সালিশ বিচারক আবুল খায়ের- রুচি সম্মত কৈ মাছ,নুর উদ্দিন বুলবুল-দোয়াত কলম, বোরহান উদ্দিন চৌধুরী আনারস,
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী- তালা মার্কা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট
গতি গোবিন্দ দাশ- মাইক মার্কা,
লন্ডন প্রবাসী অনর উদ্দিন জাহিদ- উড়োজাহাজ, সাংবাদিক মুরাদ আহমেদ- চশমা। তরুন সাংবাদিক মোঃ হেলাল চৌধুরী – আইচক্রিম, সিদ্দিকুর রহমান-বই মার্কা, আব্দুল আলিম ইয়াছিনি টিয়াপাখি, আলমগীর আহমেদ- সালমান বাল্ব মার্কা, রুবেল তালুকদার- টিউবওয়েল,
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী
নাজমা বেগম- হাস মার্কা, শেখ
ছইফা রহমান কাকলি- ফুটবল মার্কা,। প্রত্যেক প্রার্থীরা এখন মাঠে ও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের দ্ধারে দ্ধারে ঘুরে ভোট দেয়ার আকুতি ও দোয়া, আশির্বাদ ও সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছেন।