স্টাফ রিপোর্টার:
নরসিংদী শিবপুর উপজেলার আদুরী গার্মেন্টসে গত:২৭ ফেব্রুয়ারি অনুমান দুপুর একটার দিকে সংঘটিত হয় চাঞ্চল্যকর এক ঘটনা। সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাঙচুর এবং গুলিবর্ষণের ফলে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গার্মেন্টসের সিকিউরিটি পক্ষ থেকে জানানো হয়, একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গোলাগুলি করে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
একাধিক প্রত্যক্ষদর্শীরা ও ঠিকাদার খোকা মিয়া জানান, আদুরী মিলগেট এলাকার সন্ত্রাসী মোস্তফা, মাসুদ, বাদল মোল্লা, টিটু, কিলার মোবারক গং এ ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মামলা রয়েছে।
সিকিউরিটি ইনচার্জ সবুজ জানান, “একটি পক্ষ এসে বাইরে ককটেল ফুটিয়েছে ও গুলিবর্ষণ করেছে। আমরা কাউকে চিনতে পারিনি। আগস্টের পর থেকে জুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল, যা এবার সহিংসতায় রূপ নিয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, একটি গোষ্ঠীর চাহিদামতো টাকা না দিলে তারা গোলাগুলি ও হামলা চালায়। বর্তমানে পুরো এলাকা থমথমে এবং আতঙ্কে রয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। এ ব্যাপারে মিলের মালিক আব্দুল কাদির মোল্লা সাথে সাক্ষাৎ করার চেষ্টা করে ওনাকে পাওয়া যায় নি।