মোসাঃ সালমা আক্তার নরসিংদী:
নরসিংদীর সদর মডেল থানা এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্রসহ দুই ডাকাতকে ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি ও চাপাতিসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল হান্নন। গতকাল গভীর রাতে নরসিংদী ব্রাহ্মণ পাড়া বালুর মাঠ এলাকা হতে ডাকাতি প্রস্তুতি কালে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস আই গাফফার সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর মডেল থানার সাটিরপাড়া এলাকার সনেট (৩৫), চৌয়ালা এলাকার রুবেল (২৩)। পুলিশ সুপার জানান, ২৮ অক্টোবর গভীর রাতে নরসিংদী মডেল থানার ব্রাম্মণপাড়া এলাকায় ডাকাতি প্রস্তুতি গ্রহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এস আই গাফফার সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁদাবজী, দ্রুত বিচার ও মাদক মামলাসহ ২০টি মামলা রয়েছে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে । আর এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশী অভিযান বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ