আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদীতে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ গত: ১৩ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী ২০২৪ পালন উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ইটাখোলা গোলচক্করে কমিউনিটি পুলিশিং সভার আয়োজন করা হয়।
গত:১৭ ফেব্রুয়ারী রোজ শনিবার সকালে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে পুলিশ উপ পরিদর্শক হাইওয়ে মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বলেন কমিউনিটি পুলিশিং সভা করার মুল লক্ষ্য হচ্ছে গাড়ী চালকদের সাথে পুলিশের যোগসূত্র তৈরী করা এবং চালকদেরকে সচেতন করা যাতে সবাই আইন মেনে চলে, সবাই আইন মেনে চললে পুলিশ কোন গাড়ী আটকাবে না, কাউকে হয়রানি হতে হবে না। তিনি থ্রি হুইলার চালকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা গাড়ী চালান রুটি রুজির আশায় যদি মহা সড়কে চলাচলের কারনে দূর্ঘটনা ঘটে তাহলে আপনার রোজগার বন্ধ হয়ে যাবে তাই মহাসড়কে গাড়ি চালাবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামিলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: মনির হোসেন,আমজাদ হোসেন, শফিকুল ইসলাম মোল্লা, গিয়াসউদ্দিনসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পরিবহনের চালক হেলপার সহ এলাকাবাসী।