নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার মাঝেরচর এলাকায় কক্সবাজার নেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল সরকার নামের এক যুবককে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত১৫ জানুয়ারী দুপুর সাড়ে বারোটার দিকে বাড়ি থেকে ডেকে কক্সবাজার নিয়ে যাওয়ার কথা বলে এলাকায় নদী পথে ঘোরাফেরা করে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে হত্যার চেষ্টা করে বলে জানা যায়, ভুক্তভোগী যুবক তার আত্মরক্ষার জন্য কোন রকমে লাফ দিয়ে লঞ্চ থেকে নদীতে পরে সাতরিয়ে বাড়িতে আসলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ ঘটনায় পরের দিন ১৬ জানুয়ারী ভুক্তভোগীর পিতা মোঃ আমিনুল সরকার মলান পলাশ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আহতের পিতা আমিনুল সরকার মলান জানান, গত১৫ জানুয়ারী দুপুরে আমার ছেলেকে কক্সবাজারে ঘোরতে যাবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশ্ববর্তী এলাকার সেলিম মিয়া (কালা) র ছেলে রায়হান হাসান জনি,মাসুদ প্রধানের ছেলে রাব্বি, জামাল উদ্দিনের ছেলে সাজু,নজরুল ইসলামের ছেলে বাবুল। পরে তারা লঞ্চে করে নদী পথে আমার ছেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় হত্যার উদ্দেশ্য। পথের মাঝে তাকে নেশা জাতীয় দ্রব্য পান করায়। কোমল পানিয় পান করেলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সে কোথায় যাইতেছিল বলতে পারবে না। রাতে যখন তার নেশা কেটে যায় তখন সে তাদের বলে আমি কোথায় এখন, একথা শুনেই আমার ছেলের উপর হামলা চালায়। তারা এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি, লাথি মার ছিল। রায়হান হাসান জনি আমার ছেলের গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করছিল। কোন রকমে তাদের হাত থেকে নদীতে জাপদিয়ে সাতরিয়ে নদীর পাড়ে এসে আমাকে ফোন দেয়।অভিযুক্ত রায়হান হাসান জনি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায় নি।