নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় আধিপত্য বজায় রাখার জন্য মোসাদ্দেক বাহিনী গুলি করে ৩ জনকে গুরুতর আহত করে,এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গত ১৭/১২/২০২৪ তারিখে রাত ৮ ঘটিকায় মাধবদী থানাধীন পাঁচদোনা মোড়ে মৃত ফজলুল হকের ছেলে মোসাদ্দেক হোসেন প্রধান গং (মোসাদ্দেক বাহিনী) পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবস্থান করে এবং পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি লালু মেম্বার এর ছেলে ফরিদ মিয়া (৩০) কে তার প্রাইভেটকার গতিরোধ করে এবং তাদের হাতে থাকা লোহার পাইপ,চাপাতি, ধারালো দা,হকিষ্টিক, চাইনিজ কুড়াল দিয়ে আতর্কিত হামলা করে। এসময় তার সাথে থাকা লোকজন প্রতিবাদ করলে মোসাদ্দক বাহিনীর হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি করে। এতে শহীদ মিয়ার ছেলে রনিমিয়া (৩৩),আলম মিয়া (৫০),শুভ মিয়া (১৮) গুলি বৃদ্ধ হয় এবং জাকারিয়া, তোফায়েল সহ বহু লোককে মেরে রক্তাক্ত জখম করে। এসময় ঢাকা সিলেট মহাসড়কে থাকা একাধিক গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে এবং দীর্ঘ সময় গাড়ি চলাচল বন্ধ থাকে।
এবিষয়ে মাধবদী থানায় মোসাদ্দেক সহ লাভলু মিয়া (৩০), ৩। বাবুল মিয়া (৩৫), উভয় পিতা- ছগির মুন্সি, সাং- চর আড়ালিয়া, থানা- রায়পুরা, বর্তমানে- সাং- ভাটপাড়া বদুবাড়ী, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৪। মোহায়মেন মিয়া (২৫), পিতা-মৃত ফজলুল হক, সাং- নলুয়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৫। মোঃ রফিকুল মিয়া (২৫), পিতা- শহিদউল্লাহ, সাং- কুলাইট চৈয়ালবাড়ী, ৬। বর্ষন (২৫), পিতা- লিটন মেকার, সাং- ভাটপাড়া বদুবাড়ী, ৭। আজিজুল (২৫), পিতা- অহিদ মিয়া, সাং- নলুয়া, ৮। আসলাম মিয়া (২৪), পিতা- অহিদ মিয়া, সাং- সৈকাদী, ৯। সোহেল মোল্লা (২২), পিতা-মৃত সাফি মোল্লা, সাং- ঝাড়তলা, ১০। আবিদ মিয়া (২২), পিতা- ইয়াছিন মিয়া, সাং- নলুয়া, ১১। অহিদুল্লাহ (৩২), পিতা- মোশারফ মিয়া, সাং- নলুয়া বাবুর বাড়ী, ১২। রনি মিয়া (৩৪), পিতা- জয়নাল, সাং- নগর পাঁচদোনা, ১৩। রবিন মিয়া (৩৫), পিতা- আলফাজ উদ্দিন, সাং- নগর পাঁচদোনা, ১৪। ইকবাল (৩২), পিতা- মধু মিয়া, সাং- পাঁচদোনা মোড় মুক্তিযোদ্ধা পাড়া, ১৫। ফরহাদ মিয়া (২৩), পিতা- কবির মিয়া, সাং- কাকশিয়া, ১৬। স্বপন মিয়া (৪০), পিতা- আউয়াল, সাং- ভাটপাড়া দিঘীরপাড়, ১৭। ছবেদ আলী (৩৮), পিতা-মৃত কমর উদ্দিন, সাং- চাকশাল, ১৮। সাদ্দাম মিয়া (২৫), পিতা- বাবুল মিয়া ওরফে ডোল বাবুল, সাং- নলুয়া বাবুর বাড়ী, ১৯। রোমান মিয়া (২২), পিতা- মজিবুর রহমান, সাং- নলুয়া, ২০। রাহুল মিয়া (২২), পিতা- ইসলাম মিয়া, সাং- সৈকাদী, সর্ব থানা- মাধবদী, জেলা- নরসিংদীগন অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে লালু মেম্বারের ছেলে ইব্রাহিম মিয়া।
অভিযোগ সূত্রে জানাযায়, মোসাদ্দেক হোসেন প্রধানের সাথে লালু মেম্বারের দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছে। এরই ধারাবাহিকতায় মোসাদ্দেক হোসেন প্রধান তাহার দলবল নিয়া লালু মেম্বার সহ তার পরিবারের লোকজনদেরকে খুন জখম করবে। এমন কথা এলাকার লোকজনের কাছে বলাবলি করে আসছে এবং পূর্বে একাধিকবার বাড়ী সহ দোকান পাঠে হামলা করে।
আরও জানাযায় মোসাদ্দেক বাহিনী দলবদ্ধ হয়ে পাঁচদোনা মোড় সহ আশপাশের এলাকায় চাঁদাবাজী, মাদক ক্রয় বিক্রয়, সেবন এবং সাধারন মানুষকে মারপিট করা সহ বিভিন্ন রকমের অপরাধ করে আসছে।
এ ঘটনায় মাধবদী থানার ওসি নজরুল ইসলাম সহ সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ