স্টাফ রিপোর্টার:নরসিংদী সদর উপজেলাধীন চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা মহল্লায় মোল্লা বাড়ী জামে মসজিদ রোডে গত: (২ ফেব্রুয়ারি) শুক্রবার রাত অনুমান ১০ঘটিকার সময় ছোবান মিয়ার ছেলে সুমন মিয়া(৩৬) ওরফে কাইল্যা সুমনকে দুর্বৃত্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুঁপিয়ে গুরুতর জখম করে।
স্থানীরা তার ধোগরানো শব্দ শুনে মাটিতে লুটিয়ে পড়ে থাকা সুমন কে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নেওয়াকালে রোগীর অবস্থা আরো বেশী খারাপ হতে থাকে। অল্প সময়ের ব্যবধানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১:৩০ মিনিটে সুমন মারা যায়।
ঘোড়াদিয়া সংগীতা মহল্লায় এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে উৎকন্ঠা রয়েছে। স্থানীয়রা জানায়, ঘোড়াদিয়া সংগীতা মহল্লায় অবাধে মাদকদ্রব্য গাঁজা, হেরোইন, ইয়াবা'র ব্যবসা সহ অল্প বয়সী ছেলেরা এসকল নেশাজাতদ্রব্য মাদকের দিকে দাবিত হচ্ছে এবং স্কুল- কলেজ পড়ুয়া ছেলেরা এ সমস্ত নেশাজাত দ্রব্য ইয়াবা সেবন করছে।ফলে যুব সমাজও ধ্বংস হচ্ছে।একশ্রেণীর ইশারায় এই ধরণের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে যুব সমাজ। এরই কারণে এ ধরণের জঘন্যতম ঘটনা অহরহ ঘটছে।
এ ব্যাপার ঘোড়াদিয়া সংগীতা মহল্লায়
জেলা পুলিশের মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রাখা সময়ের দাবী। স্থানীয় জনগণ এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। হত্যার সাথে জরিত আসামীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় এনে বিচার করা জরুরি বলে এলাকাবাসী মনে করছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ