আ:ছাত্তার মিয়া নরসিংদী:
সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ) অপরাহ্নে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এ সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মো: আব্দুল হান্নান।
গত:রোববার (৯ মার্চ ২০২৫) রাত্রে রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে। পরে মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী চেক পোষ্ট পরিচালনার করে ভৈরবের দিক থেকে মুরগীর খাবারের বস্তা বোঝাই কালো রংয়ের একটি পিকআপ গাড়ি চেকপোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করলে পুলিশ পিকআপটি আটক করে। এ সময় পিকআপে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা খাদ্যের বস্তার নিচ থেকে ১২০ কেজি গাজা ও ১৩০ বোতল ফেন্সিডিল পিকআপসহ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪১ লাখ টাকা।
গ্রেফতার আসামিরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে মসিউর আলম (২২) নরসিংদী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ