স্টাফ রিপোর্টার:
নরসিংদীর পলাশের রেললাইন পাহারা রত আনসার সদস্যদের সহায়তায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত: শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এই মরদহ উদ্ধার করে পুলিশ।
পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুজ্জামান রাজু জানান, দীর্ঘদিন আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপদ রেল যাত্রার জন্য রেললাইন ও রেল যাতায়াত পাহারা দিয়ে আসছে। নিয়মিত পাহারার অংশ হিসেবে আজও তারা রেললাইনে অবস্থায় করছিল। সকালে রেল জিনারদী বরাব এলাকায় লাইনের পাশে একটি মরদহ পড়ে থাকতে দেখে আনসার সদস্যরা। মরদেহটি দেখতে পেয়ে তারা আমাকে খবর দেয়। পরে আমি বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহটি উদ্ধারের জন্য পিবি আই পুলিশকে খবর দেওয়া হয়।
মরদেহের পাশে একটি মোবাইল পড়ে থাকতে দেখে মোবাইলের তথ্য অনুযায়ী মরদহটি সুমন সাহা নামে শনাক্ত হয়।
নিহত সুমন সাহা জিনারদীর রাবাব গ্রামের ভালুকা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহার ছেলে। তিনি বরাব আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা।
পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা আরও জানান, সুমন দিনমজুরের কাজ করতেন। আজ ভোরের দিকে তিনি কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে আসেন। এদিকে রেললাইনের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ভিডিপির সদস্যরা সকাল পৌনে ৮ টার দিকে তার মরদেহ বরাব রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সকাল সাড়ে ৭ টার দিকে বরাব এলাকা পার হয়। এসময় চারপাশে ঘন কুয়াশা ছিল। এরই মধ্যে সুমন মোবাইল ফোনে কথা বলে রেললাইন ধরে হাটছিলেন। পরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে সুমনের মৃত্যু হতে পারে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। নরসিংদী রেলওয়ে পুলিশ সুমনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ