শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেছেন, আজকের এই কোমলমতী শিশু শিক্ষার্থীরা একদিন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। পড়াশুনার পাশাপাশি বিনোদনমূলক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে তাদের মেধার বিকাশ ঘটবে। ক্রীড়া প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, অংশগ্রহন করাটাই বড় কথা।
২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুর এলাকায় প্রতিষ্ঠিত ও বেসরকারি উন্নয়ন সংস্থা কাম টু সেভ (সিটিএস) বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সহযোগী প্রতিষ্ঠান নর্থ ভিউ স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নর্থ ভিউ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ভিউ স্কুলের প্রধান শিক্ষক আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন ও এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং ঐশী ফার্মেসীর সত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুব্রত কুমার দাস। সভাপতির বক্তব্যে নর্থ ভিউ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল হক বলেন, এই সমস্ত শিশুরা সাধারণ পরিবারের শিক্ষার্থী হিসেবে আমাদের স্কুলে পড়াশুনা করছে। তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও রয়েছে। শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিকতায় এই স্কুল একদিন মডেল স্কুল হিসেবে পরিচিতি লাভ করবে বলে আমার বিশ্বাস।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ