স্টাফ রিপোর্টার: রবিবার নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে ১৫ আগষ্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস—আশ্রয়ী গবেষণালদ্ধ নাটক "অভিশপ্ত আগস্ট" নেত্রকোণা পুলিশ লাইন্সে মঞ্চস্থ হয়েছে। মোঃ ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোণা পুলিশ সদস্যদের মধ্যে ১৫ আগষ্টের সঠিক ইতিহাস তুলে ধরতে নাটকটি নেত্রকোণা জেলায় মঞ্চস্থ করার উদ্যোগ গ্রহণ করেন। হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে এবং জাহিদুর রহমান, পুলিশ পরিদর্শক এর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ থিয়েটার প্রযোজিত "অভিশপ্ত আগস্ট" নাটকটি ইতিমধ্যে বাংলাদেশের ৪২টি জেলায় মঞ্চায়িত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. গোলাম কবীর ভাইস—চ্যান্সেলর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল চেয়ারম্যান, জেলা পরিষদ, নেত্রকোণা। নূরুল আমীন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, নেত্রকোণা। নির্মল কুমার দাস, প্রধান উপদেষ্টা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, জেলা কমিটি, নেত্রকোণা। শ্রী জ্ঞানেশ চন্দ্র সরকার সভাপতি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, জেলা কমিটি, নেত্রকোণা। শ্রী লিটন পন্ডিত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা কমিটি, নেত্রকোণা। এ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখা। অধ্যাপক সুব্রত রায় মানিক সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখা। বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ডেইলী ইন্ডিপেন্ডেন্ট ও সদস্য সচিব নেত্রকোণা। প্রেসক্লাবসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও নেত্রকোণাবাসী উপস্থিত থেকে "অভিশপ্ত আগস্ট" নাটকটি উপভোগ করেন। এ সময় অন্যান্যর মধ্যে আর ও উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ