এস এম রনি,সাতক্ষীরা : নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান। পরে বিজয় দিবস উপলক্ষে ৭দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধাক্ষ্য শহীদুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালসহ অন্যান্যরা।
এরপর দিবসটি উপলক্ষে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পৃথক পৃথক ভাবে শহরে বর্ণাট্য র্যালি বের করে।
এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন , শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল হাসপাতাল, এতিমখানা ও জেলখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ প্রতিযোগিতা, মুক্তি যোদ্ধা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ