এ কে আযাদ, স্টাফ রিপোর্টার:
সাতকানিয়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের আয়োজনে তরি-তরকারি,বিভিন্ন রকমের শাক- সবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ক্রয়মূল্যে বিক্রি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।
মঙ্গলবার ( ২৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট বাজার সংলগ্ন উলামিয়া মার্কেটের সামনে ক্রয়মূল্যে শাক-সবজি বিক্রয় কর্মসূচী শুরু করেন সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে ক্রয়মূল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করায় ক্রেতাদের সাড়া ফেলছে।
এসময় অনেক কমমূল্য সবজি কিনতে পেরে ক্রেতা জনসাধারণ সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন, যতদিন পর্যন্ত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত নায্যমূল্যে পন্য বিক্রয় চলমান থাকবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন । কর্মসূচি পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর, সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন, অর্থ সম্পাদক ফাহাদ ইবনে হাশেম, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আ.শ.ম. গিয়াস উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইরফান, সিনিয়র সদস্য মোরশেদ, রোকন উদ্দিন প্রমুখ।
কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দীন বলেন, আমাদের মূল উদ্দেশ্য অসাধু সিন্ডিকেট ভেঙে দেওয়া, সাধারণ মানুষের মাঝে ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে এনে স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনা।