মোঃ হোসেন, ভোলা সদর প্রতিনিধি:
ভোলায় ৮ রা মার্চ শুক্রবার বিশ্ব নারী দিবস-কে কেন্দ্র করে অদ্য ১০ মার্চ বিকাল ৫ ঘটিকার সময় ভোলা সদর পৌরসভার আমতলা কালীবাড়ি রোড সংলগ্ন জুয়েল খানের তৃতীয় তলার নিজ অফিসে এই আয়োজন কেক কেটার মাধ্যমে ১৩ জন সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আয়োজনের সভায় নারী উদ্যোক্তা পাপিয়া চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোলায় অসহায় বঞ্চিত নারীদের কে স্বাবলম্বী করা লক্ষ্যে নারীদের উদ্যোক্তা করাই হলো এই সংগঠনের মূল চিন্তা ও ভাবনা। তাই ভোলায় বিশ্ব নারী দিবস-কে বরণ করতে-ই এই আয়োজনের যৌথ উদ্যোগ নিয়ে ভোলার নারী কর্মীবৃন্দ সহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।
সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এবং অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কমিটির নেতৃবৃন্দ ভোলার হাজারও অসহায় পরিবার গুলোর মুখে হাসি ফুটাচ্ছে তাই তাদেরকে সাথে আমরাও নারী উদ্যোক্তা সংগঠনকে আলোকিত করতে পারি এবং আমাদের সংগঠনের আদর্শিক অবস্থান, চলমান। তবে পরিবেশ বান্ধব সংগঠিত সংগঠন করতে জোড়ালো ভূমিকা পালন করবো।
এই প্রশিক্ষণ সেন্টারে নারী উদ্যোক্তা তৈরী করতে রয়েছে নকঁশি খাতা প্রশিক্ষণ, শিলাই প্রশিক্ষণ, কেক বানানো প্রশিক্ষণ, বিউটি পার্লার প্রশিক্ষণ, পোশাক কাটিং মাস্টার প্রশিক্ষণ, অনলাইন অফলাইন বিক্রির মাধ্যমে আরও রয়েছে কর্মঠ হওয়ার নানা রকম পদ্ধতি। তাই অসহায় বঞ্চিত নারীদের-কে সম্মেনের সাথে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে ভোলার নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র।
১৩ সদস্যের বিশিষ্ট কমিটি গঠন :-
সভাপতি পাপিয়া চৌধুরী, সহ সভাপতি প্রতিমা এনি, সাধারণ সম্পাদক রাবেয়া রায়হান, সাংগঠনিক সম্পাদক ফারজানা হাসি, অর্থ বিষয়ক সম্পাদক উম্মে হাফছা, দপ্তর বিষয়ক সম্পাদক সুমাইয়া, প্রচার বিষয়ক সম্পাদক মিহি, সহ প্রচার সম্পাদক শেফা, সাংস্কৃতিক সম্পাদক কেয়া, ধর্ম বিষয়ক সম্পাদক রোকেয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক পাপড়ি, শিশু বিষয়ক সম্পাদক মাইশা, সদস্য মিম সহ প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ