তুমি যেন এক মহীরুহ, তোমার শেকড় ধরা আছে মাটির গভীরে, কিন্তু শীর্ষ ছোঁয়া আকাশে। তোমার ভেতরে প্রবাহিত সৃষ্টির এক অসীম শক্তি। পৃথিবীর সব আঘাত তুমি নিজের বুকে ধারণ করে বয়ে নিয়েছ, কিন্তু আজ আর সময় নেই কেবল সহ্য করে যাওয়ার। সময় এসেছে নিজেকে গড়ে তোলার, নিজের মতো করে— তোমার আপন পরিচয়ে। তুমি যে শুধুই মমতা নয়, তুমি যে শুধুই সহ্য নয়, তুমি এক আদিম স্রোত, এক অগ্নি। সেই আগুন যা কিছু পোড়ায়, যা কিছু গড়ে, যা দিয়ে তুমি সৃষ্টি করতে পার মহাকাব্য। সেই স্রোত যা ভাঙে, যা পুনরায় গড়ে, যা দিয়ে তুমি নিজের পথ বেছে নাও, সৃষ্টি করো স্বপ্নের নতুন আকাশ। কেন তুমি পিছিয়ে থাকবে? কেন তোমার পায়ে বাঁধা থাকবে শেকল? তুমি তো মানুষ —তোমার ও আছে সাহস আছে মেধা। আর তোমার মননে আছে সৃষ্টির এক অসীম শক্তি। নিজের ভেতরের এমন শক্তি আবিষ্কার করো, যেখান থেকে তুমি গড়ে তুলবে নিজস্ব ভুবন। তোমার পথ হবে উজ্জ্বল, তোমার প্রতিটি পদক্ষেপ হবে দৃঢ়। যে পৃথিবী তোমাকে থামাতে চায়, সেই পৃথিবীকেই তুমি দেখিয়ে দাও, তোমার পথচলা কেমন। একা হতে পারো, কিন্তু কখনো পরাজিত নও। তোমার সংগ্রাম তোমাকে গড়ে তুলেছে, তোমার সব ক্ষতই তোমার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নারী, এগিয়ে যাও সম্মুখে। নিজেকে গড়ো, গড়ো তোমার মতো করে— যেখানে কোনো বাধা নেই, যেখানে তোমার পরিচয় কেবল একটাই— তুমি নারী, তুমি শক্তি, তুমি সৃষ্টির অণুপ্রেরণা। —————————————- ৭ সেপ্টেম্বর ২০২৪ সময় সকাল ৯:২০ কবিতা কুটির -নীলফামারী।