মন্জুরুল আহসান স্টাফ রিপোর্টারঃ শিশু রাব্বানীর ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। ৭ দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার মা-বাবার। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রব্বানী রংপুর জেলার কাউনিয়া উপজেলার বল্লভবিষু গ্রামের জয়নুদ্দিন মিয়ার ছেলে।
ছেলে। তার বয়স ১২ বছর। গত ৩১ জানুয়ারি আনুমানিক সকাল ৭টার দিকে বাসা থেকে বের হলে নিখোঁজ হয় সে। তার পরনে ছিল গেঞ্জী ও প্যান্ট,রব্বানীর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফিট ৮ ইঞ্চি।
পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ০৭ ফেব্রুয়ারি রাতে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন, জিডি নং ৩৩২ । যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রব্বানীর সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭১০১৪৩৪২৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন বাবা মো: জয়নুদ্দিন মিয়া।