সোহেল রানা স্টাফ রিপোর্টার।।
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ খলিল বাজকে নিজস্ব জমিতে, মারধর করে জাকের খা সহ আরো অনেকে, সাংবাদিকদের কাছে মোহাম্মদ খলিল বাজ বলেন, আমি আমজেদ নামে এক ব্যক্তিকে ২০২৩/২০২৪সালের জন্য আমার জমির হাঁড়ি দিয়েছিলাম দুই বছরের জন্য কিন্তু তিনি সেই জমি জাকের কে হাড়ি প্রদান করেন। দুই বছর শেষ হওয়ার পরে আমি জমি ওদেরকে হাড়ি দিতে অস্বীকার করি, আমি তাদেরকে বলি আমি পাঁচ বছরের জন্য হাফিজুর কে জমি দিব, । আমি মোহাম্মদ হাফিজুর কে লিখিতভাবে ২৫ সাল থেকে ২০৩০সাল পর্যন্ত হাড়ি দিয়েছে, হাফিজুর আমাকে ৬০ হাজার টাকা তিন বছরে হাড়ি অগ্রিম দিয়েছে। জাকের আমাকে টাকা দিতে চাইলে আমি টাকা নিতে অস্বীকার করি। আমি তাকে বলে দিয়েছি আমি আপনাকে আর জমি দিবোনা, আজ আমি জমিতে মাটি কাটছিলাম ঠিক সেই সময় জাকের এসে আমাকে মারধর করে তার সঙ্গে অনেক লোক ছিল, এক পর্যায় আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমার পরিবারের সকলে মিলে আমাকে হাসপাতালে নিয়ে আসে, মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন জাকের আমার গায়ে হাত তুলেছে, তিনি আরো বলেন খলিল ও জাকের সঙ্গে মারামারি সময় খলিল জাকের কে মাটিতে চাপ দিয়ে ধরেন সেই সময় ঝিনুকে জাকেরের মাথা কেটে যায়।খলিল সাহেবের স্ত্রী বলেন আমরা আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি। আমরা সুস্থ বিচার চাই।।