এ এ রানা:
মঙ্গলবার ০৬/০২/২০২৪ তারিখে এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এসএমপি‘র পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, সভাপতিত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার ডিবি তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি, সিটি এন্ড সিসি,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত দায়িত্বে এডিসি সদর ও প্রশাসন শাহরিয়ার আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিটিএসবি এবং মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জ
তাহমিন আহমদ, যুগ্ম পরিচালক এনএসআই খন্দকার মাহবুবুর রহমান, র্যা ব-৯ এর সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম কিবরিয়া, ডিজিএফআই এর সহকারী পরিচালক শরীফ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সিলেট মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ হুরায়রা ইফতার হোসেন, সোবহানীঘাট ভেজিটেবল মার্কেট এর সভাপতি ও সাধারণ সম্পাদক,ব্রক্ষময় বাজারের সাধারণ সম্পাদক, মাহজনপট্টি মার্কেট এর সভাপতি, বন্দরবাজার মার্কেট এর সভাপতি, হাসান মার্কেট এর সভাপতি, কালিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি, হাজী নবাব আলী কাচাঁ বাজার মার্কেট এর সভাপতি রিকাবীবাজার ব্যবসায়ী সমিতি, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতি, ট্রেড সেন্টার কাচাঁবাজার ব্যবসায়ী সমিতি, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি,লালবাজার সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।সভার শুরুতে পুলিশ কমিশনার আমন্ত্রিত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে স্বাগত জানান।
পুলিশ কমিশনার বলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি একটি জাতীয় ইস্যু।
সিলেট মহানগরী এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বর্তমান বাজার পরিস্থিতি,দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান এবং এর পিছনে কোন কোন শক্তি রয়েছে সেগুলো পর্যালোচনা করে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ,ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে দ্রব্যমূল্যের বাজার পরিস্থিতি এবং সমস্যাসমূহ সম্পর্কে মতামত আহ্বান করেন।
তিনি আরো বলেন পণ্য পরিবহনে চাঁদাবাজি এবং পণ্যবাহী গাড়ি ছিনতাই কাজে যে জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন সোবহানীঘাট পাইকারি সবজি মার্কেট সিলেট মহানগরীর যানজট সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ কারণ। তিনি ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করেন রাত ১০ টা হতে পণ্যবাহী যানসমূহ মহানগর এলাকায় প্রবেশ করবে এবং সকাল ০৮ টার মধ্যে কাঁচামাল ও সবজি পরিবহনকারী যানসমূহ পণ্য খালাস সম্পন্ন করবে।ছোট ট্রাক এবং ঠেলাগাড়ি সকাল ৮.৩০ ঘটিকার মধ্যে তাদের কার্যক্রম শেষ করবে। সিলেট মহানগরীর বিভিন্ন বাজারসমূহ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে।রাস্তায় নিত্যপ্রয়োজনীয় ও সবজি পরিবহনকারী কোন যানবাহনে চাঁদাবাজি প্রতিরোধে মোবাইল পার্টি কাজ করবে। প্রয়োজনে মোবাইল পার্টির সংখ্যা বৃদ্ধি এবং পিকেট ডিউটিতে পুলিশ মোতায়েন করা হবে।
তিনি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর ও দক্ষিণ এবং ০৬ থানার অফিসার ইনচার্জকে চাঁদাবাজি, ছিনতাই এবং অন্য কোনভাবে হয়রানির অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।