এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের(গন্ধশাইল, বিদিরপুর, পৌলানপুর ও সাতঘরা) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ব্যালট পেপারে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাঁড়ইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য মতিউর রহমান ২০২৩ সালের ২৩ জুলাই ব্যক্তিগত সেচযন্ত্রের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়। ২৭৭৯ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফারুক হোসেন নামের এক ভোটার বলেন, অল্প বয়সে মেম্বার মৃত্যু বরণ করায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। পরিবারের সকলে মিলে সকাল সকাল ভোট প্রদান করলাম।
আমেনা বেগম নামের এক ভোটার বলেন, সকাল বেলা ভোট দিয়েছি পছন্দের প্রার্থীকে। কোন সমস্যা হয়নি।
ইউপি সদস্য পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবুল কালাম আজাদ ফুটবল, বারিফুল ইসলাম টিউবওয়েল ও শাফিউল ইসলাম মোরগ প্রতীক নিয়ে লড়ছেন।
প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান বলেন, সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ