নিজস্ব প্রতিবেদক>>পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন প্রশাসকের নিকট স্বারকলিপি দিয়েছে নগরীর ছাত্র সমাজ।
মঙ্গলবার ৪ মার্চ নগরীর ছাত্র সমাজ, (সিলেট) এর পক্ষ থেকে তাহার দৃষ্টি আকর্ষণ করে স্বারকলিপি দেওয়া৷ হয়। শহরের ফুটপাত দখলের ভয়াবহ চিত্রের কথা উল্লেখ করে বলা হয়, ফুটপাত পথচারীদের জন্য, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে, বর্তমানে তা অবৈধ হকার, দোকানপাট, নির্মাণ সামগ্রী ও গাড়ি পার্কিংয়ের দখলে চলে গেছে। ফলে সাধারণ মানুষ বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে মানুষ রাস্তায় হাঁটছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
তারা আরো বলেন আমরা লক্ষ্য করছি, এ সমস্যা দীর্ঘদিনের হলেও কার্যকর কোনো সমাধান হচ্ছে না। সিটি কর্পোরেশন সময়ে সময়ে উচ্ছেদ অভিযান চালালেও তা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারছে না। তাই আমরা চাই, শুধুমাত্র উচ্ছেদ নয়—দখলমুক্ত করার পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হোক, যাতে ফুটপাত আবার দখলের শিকার না হয়।
ছাত্র সমাজের দাবি ও প্রস্তাবনা নিম্নরুপ :
১️⃣ নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
২️⃣ হকারদের জন্য যে নির্দিষ্ট মার্কেট বা বিকল্প স্থান বরাদ্দ করা হয়েছে সেখানে তাদের চাহিদা মতো সকল প্রকার সুবিধা প্রদান করা হউক যাতে তাদের পুনরায় ফুটপাত দখল করতে না হয়।
৩️⃣ প্রতিটি প্রধান ফুটপাতে ফুটপাত রক্ষা কমিটি গঠন করা, যাতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
৪️⃣ জনসচেতনতা বৃদ্ধি করতে পোস্টার, ব্যানার, লিফলেট এবং প্রচারাভিযান চালানো।
৫️⃣ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং ফুটপাত ব্যবহারের নিয়ম কার্যকর করা।
৬️⃣ যেখানে ফুটপাত ভেঙে গেছে বা ব্যবহার অনুপযোগী, সেখানে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া।
তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সিলেট সিটি কর্পোরেশন প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয়।
নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন প্রশাসকের নিকট ছাত্র সমাজের স্বারকলিপি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ