আমির হোসেন,
স্টাফ রিপোর্টার::
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮মে) বিকাল চারটায় বাদাঘাট কলেজ রোর্ডে জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন। পরে জরিমানার টাকা চেয়ারম্যান প্রার্থীর ছেলে পরিশোধ করেন।
জানা যায়, শনিবার বিকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনের (দোয়াত কলম) ছেলে সদর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার পথে আচরণবিধি লঙ্ঘন করেন প্রার্থীর কর্মী-সমর্থকরা। পরে বাদাঘাট কলেজ রোর্ডে মোটেরসাইকের বহর আটকিয়ে চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মহিবুল্লাহ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন (দোয়াত কলম) ছেলে এবং কর্মী সমর্থকরা আচরণবিধি লঙ্ঘন করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন তাকেই জরিমানা করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ