স্টাফ রিপোর্টার:
প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়ে জনমনে এখনো আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনকে জনমনের এই ভয় দূর করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় একথা বলেন সাবেক এ সংসদ সদস্য।
এম এ আউয়াল আরও বলেন, মানুষ বলছে, এবারের ভোটও গত দুইবারের মতো অনিয়ম হবে। রাজপথে বিএনপিসহ বিরোধী দলগুলোর নির্বাচনবিরোধী কর্মসূচি চলছে। এ অবস্থায় নিরাপদে ভোট দেওয়া যাবে কিনা এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এম এ আউয়াল আরও বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে। লক্ষ্মীপুর-১ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের প্রকাশ্যে টাকা বিতরণের ভিডিও ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাঞ্চনপুর গ্রামে নির্বাচনী কেন্দ্রের সামনে টাকা বিতরণের ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, তিনি যুবলীগ নেতা শেখ কাউসারের কাছে ৫ হাজার টাকা দিয়েছেন। ভিডিওতে দেখা যায়, আনোয়ার খান পকেট থেকে টাকা বের করে গুনে দেন কাউছারের কাছে। এ সময় তাকে বলতে শোনা যায়, ৫ হাজার টাকা দিয়েছি, হবে? এম এ আউয়াল বলেন, নির্বাচন কমিশন এগুলো কঠোরভাবে ব্যবস্থা না নিলে দেশ-বিদেশে এই নিবাচন গ্রহনযোগ্যতা হারাবে। নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোটের আশঙ্কা দূর করতে হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ