আব্দুল্লাহ রামপাল বাগেরহাট । দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের পূর্ববর্তী ও পরিবর্তী সময় সারাদেশে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে বাগেরহাটের রামপাল থানা পুলিশ মোমবাতি প্রজ্জ্বলন করেছেন। রবিবার (১১ আগস্ট) রাত নয়টায় রামপাল থানা কার্যালয় জুড়ে শতশত মোমবাতি প্রজ্জ্বলন ও একমিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে নিহতদের স্বরণ করেছেন রামপাল থানা পুলিশ।স্বরণসভায় উপস্থিত ছিলেন, রামপাল থানারঅফিসার ইনচার্জ সোমেন দাশ, ওসি তদন্ত বিধান কুমার বিশ্বাস, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রাণা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান এসআই মোঃ বি রিফাজ উদ্দিন, কামাল হোসেন, লিটন কুমার বিশ্বাস, নিকুঞ্জ রায়, কাজী মোস্তাফিজুর রহমান, মঈনুর, মোঃ জাহিদুল ইসলাম, হুসাইন আহমেদ, চিন্ময় মন্ডল, কুমারেশ বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তৌহিদুর রহমান শেখ, সাকিল নিয়াজ, মোঃ এমায়দুল ইসলাম, মোঃ ফজলুল করিম, পিযুশ কুমার হালদার, মিঠুন কুমার ঢালীসহ থানার সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ। এসময় রামপাল থানার ইনচার্জ সোমেন দাশ জানান, সারাদেশে পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের নির্মম আঘাতে অসংখ্য নিরীহ পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের কারনে পরিবারের অনেক উপার্জনাক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পথে বসেছে। আন্দোলনে দায়ীত্বর আহত ও নিহত সকল পুলিশ সদস্যর হত্যাকান্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহৃিত করে আইনের আওতায় আনার জোর দাবিও করেছেন ওই কর্মকর্তা।