নিজস্ব প্রতিবেদকঃ
নাম মো. রফিকুল ইসলাম বয়স ৩৮ বাইরের চোখে একজন সাধারণ মানুষ, কিন্তু পুলিশের খাতায় তিনি ‘মাদক সম্রাট’। দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে গাঁজা সরবরাহ করে আসছিলেন তিনি—নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায়। এবার আর শেষ রক্ষা হয়নি। বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে নীলফামারী শহরের পিটিআই মোড়ে চালানো পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে রফিকুল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম পিটিআই মোড়ের এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থান নেয়। সেখানেই বাদামের বস্তার ভেতরে কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
সদর থানার ওসি এম.আর সাঈদ বলেন, “রফিকুলের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদকের চালান বিভিন্ন জেলায় সরবরাহ করত। এবার হবিগঞ্জ থেকে পাঠানো গাঁজার চালান নিজেই নিতে এসেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে।”
রফিকুলের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার বুগড়াপাড়া গ্রামে। এলাকার মানুষজন জানায়, বাইরের দুনিয়ায় সে যেন ‘ছায়ার মানুষ’। কেউ তাকে তেমন একটা চিনত না, কিন্তু গোপনে চলত তার মাদক সাম্রাজ্য।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের শহরের শান্ত পরিবেশকে যারা মাদকের থাবায় ধ্বংস করতে চায়, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। একজন রফিকুল ধরা পড়েছে, কিন্তু তার পেছনের পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
পুলিশ বলছে, রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী চক্রের অন্য সদস্যদেরও শনাক্তে অভিযান চালানো হবে।