জহুরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে জি. এস. এইচ. পি. এল স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর হ্যাচারি বাজারে জি. এস. এইচ. পি. এল ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার ২১ শে ডিসেম্বর বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ট্যাক্সাস ট্রিমস লিমিটেড এর চেয়ারম্যান মোঃ নিমেরী আজমী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী সদর উপজেলা শাখার মো. আব্দুর রউফ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মনিরুজ্জামান খাঁন মনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদ মোঃ নাসিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জিয়াউল হক। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আনিছুজ্জামান মিতুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যাক্সাস ট্রিমস লিমিটেডের চেয়ারম্যান মোঃ নিমেরী আজমী। তিনি বলেন, আজকে স্মার্টযুগে ছেলেমেয়েরা স্মার্টফোন ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত। তারা থাই জুয়া, ক্যাসিনো, পাবজি গেম মোবাইলে খেলতে গিয়ে হচ্ছে নিঃস্ব। মাঠে আর তেমন খেলাধুলা হয় না। তাই আমি মনে করি এসব মোবাইল গেম ছেড়ে আমাদের উচিৎ মাঠে খেলার মাধ্যমে নিজেকে বিকশিত করা। এ সময় অন্যান্যদের মাঝে টুর্নামেন্টের পরিচালনায় নিয়োজিত সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সুমন, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, হায়দার আলী রাসেল, আনিছুজ্জামান মিতুল, ইসরাফিল আলম, আনোয়ার হোসেন, ইমরান আলী উপস্থিত ছিলেন। খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করবে।