মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী শাহাজাহান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ শামীম, বিআরটিএ এর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক প্রমুখ।