নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। একই সঙ্গে অভিযানের সময় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নীলফামারী পৌরসভার নিউ বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে রিপন কুণ্ডুর গোডাউনে ভাড়া নেওয়া ব্যবসায়ী আব্দুর রহিমের গুদামে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের মজুদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পলিথিন ব্যাগ ব্যবহারের কারণে নদী-নালা, খাল-বিল এবং জলাশয় দখল হয়ে পড়ছে। এতে মাটি ও পানি দূষণের পাশাপাশি কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ বলেন, "পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। কেউ যদি নিষিদ্ধ পলিথিনের ব্যবসা বা মজুদ করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ