মোঃ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম সেবার দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে জলঢাকা পৌরসভার বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকা হইতে গত ত ১২/০২/২৪ তারিখ রাএী ০৯.৪৫ ঘটিকার সময়। আসামী ০১/ মো- ইসমাইল হোসেন বাবু (২৪) পিতা-মোঃ আতিয়ার রহমান সাং-পূর্ব চিকনমাটি (কমিশনার পাড়া) থানা ডোমার ০২/মোঃ মুন্না ইসলাম(২২) পিতাঃ-আঃমোতালেব হোসেন গ্রাম-পেট্রোল পাম্প (ডাওয়াইপাড়া) থানা-জলঢাকা জেলা নীলফামারী ১নং আসামীর ভাড়া বাসা হইতে ১৩৫( একশতপয়এিশ) বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। যাহার মূল্য অনুমান ২,০২৫০০/= হাজার টাকা । উক্ত আসামি দ্বয়ের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১২, তারিখ ১৩/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) /৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।