সিনিয়র স্টাফ রিপোর্টার, এরশাদ হোসেন পাপ্পু: সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রদল নেতা রিয়াজুল হক লিটন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)।
তিনি বুধবার (২ এপ্রিল) বিকেল তিনটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে নানাবিধ জটিল রোগে ভুগছিলেন। ৫৬ বছর বয়সী বিএনপির ওই নেতা মৃত্যুকালে মা, তিন ভাই, এক বোন, স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন।
বুধবার এশার নামাজ শেষে মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়ার জমিদার বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজ ও দাফনে বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, আত্মীয়স্বজন ছাড়া সর্বস্তরের মানুষ অংশ নেন।
মরহুম রিয়াজুল হক লিটন ছিলেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর জমিদার বাড়ির মরহুম আমিনুল হকের জ্যেষ্ঠ পুত্র, সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমানের ভাতিজা এবং সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (সঙ্গীত) কমর মোস্তারী পারভেজ পাপড়ী’র স্বামী।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, শওকত হায়াৎ শাহ, শামসুল আলম, হাফিজ খান, এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, যুবদল নেতা তারিক আজিজ, পারভেজ আলম, রেজওয়ান আকতার পাপ্পু, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষম সিউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি জাকির হোসেন মেনন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সাংবাদিক কাজী জাহিদ, এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান, মিজানুর রহমান মিলন, এম ওমর ফারুক, তোফাজ্জল হোসেন লুতু, সমাজসেবক তোফায়েল মোহাম্মদ আজম, এসকে আহমেদ উল্ল্যাহ প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ