নিজস্ব প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় রোধে নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২৩১ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) জেলা শহরের বড়বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদান করেন—নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার।
এসময় মেসার্স ভাই ভাই স্টোর থেকে মোট ২৩১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ আব্দুর রহিমকে সতর্কতামূলকভাবে ২০০ টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয় ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এবং নীলফামারী সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে, অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ