স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে সৈয়দপুরে শহীদ জিয়া পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) সংগঠনটির সৈয়দপুর রাজনৈতিক জেলার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা বিএনপির অন্যতম নেতা ও সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াত শাহ। শহীদ জিয়া পরিষদ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, জেলা তাঁতীদলের সদস্য সচিব মো. জুয়েল রানা, শহীদ জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক মো. সাব্বির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের।
আলোচনা সভায় বক্তারা বলেন,জুলাই আগস্ট বিপ্লবে দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগের পতন হলেও এখন তাদের ষড়যন্ত্র থেমে নেই।
তারা বলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাসহ পালিয়ে থাকা অন্যান্য নেতারা দেশকে অস্থিতিশীল করতে দেশের ভিতরে ঘাপটি মেরে থাকা নেতাকর্মীদের মাধ্যমে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। তাই তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা বলেন, এখনও গণতন্ত্র ফিরে আসেনি। তাই গনতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপিসহ অঙ্গদলের সকল নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোন নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দলকে সু সংগঠিত করতে প্রতিটি পাড়া মহল্লায় জনমত সৃষ্টি করার আহবান জানিয়ে বক্তারা বলেন,সৈয়দপুর বিএনপির ঘাটি তা আবারও প্রমাণ করতে হবে সকলকে।
পরে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরআগে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও র্যালিতে শহীদ জিয়া পরিষদের সৈয়দপুর জেলা, থানা ও পৌর কমিটির সকল নেতাকর্মী ছাড়াও অসংখ্য মানুষজন অংশ নেন।