আমিনুল ইসলাম রনি আমিন কক্সবাজার প্রতিনিধি: গত প্রায় আড়াই মাস আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে মাদারবনিয়া এলাকার নূরুল আবচার নামে এক টমটম চালক কে, এতে প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল সাইফুল ইসলাম, রাসেল,জয়নাল সহ মোট তিন জন।পরে কোন এক অজ্ঞাত কারনে রাসেল এবং জয়নালকে বাদ দিয়ে নিরপরাধ আবুল কালাম কে র্যাব দিযে ছেপট খালী মসজিদ থেকে গ্রফতার করে নিয়ে যায় এবং তার ১২ বছরের হেফজ খানার ছাত্র ইসমাইল কে ও আসামী করে এজাহার করা হয়।এজাহারে রাসেল এবং জয়নালকে বাদ দেওয়ার কারন এখন ও অজানা,এর কয়েকদিন পরে নূরুল আবচার এর হারানো টমটম উদ্ধার করা হয় রুবেল চুরা নামে একজন পেশাদার চোরের কাছ থেকে, সেখানে ও আবুল কালাম এর নাম আসে নি, সর্বশেষ আজকে জনতা কর্তৃক আটক হওয়ার আগ পর্যন্ত জয়নাল পলাতক ছিল, তার খালার বাসা থেকে তাকে জনতা আটক করার পরে ধৃত জয়নাল অকপটে স্বীকার করে যে তারা তিন জন হত্যাকান্ডে জড়িত ছিল, এবং এর আগে গ্রেফতারকৃত আবুল কালাম কোনভাবেই তাদের সাথে জড়িত ছিল না। বর্তমানে আবুল কালাম জেলের ভেতর মানবেতর জীবনযাপন করছে, এদিকে এলাকার জনগণ প্রকৃত (নুরুল আবছার) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে নিরপরাধ লোকদের মুক্তি দাবি জানিয়েছে।