*নিজস্ব প্রতিনিধি:*
চট্টগ্রামের এড. সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার, ইসকনকে নিষিদ্ধ ও সহ দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা শাখা ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
নেত্রকোণা পৌরশহরের বড় বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের আখড়ার মোড়, তেরী বাজার, ছোট বাজার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশকালে বক্তারা বলেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোণার নেতা ইমরান হোসাইন, ছাত্র নেতা হাফেজ সাকিবুল হাসান, মোহাম্মদ বিন ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসাইন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।
বক্তা্রা আরো বলেন, ইসকন একটি উগ্র মৌলবাদী সংগঠন। তারা বাইরের ইন্ধনে আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
তারা উদীয়মান তরুণ আইনজীবী এ পি পি সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান ও অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর হয়ে উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবী জানায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ