জেলা প্রতনিধি (দ্বীপক চন্দ্র সরকার): নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরব, ঐতিহ্য এবং সাফল্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে হীরক জয়ন্তী পালিত হয়েছে।
২৩ জুন রোববার জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুল আলম ফারাস হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম জামিউল ইসলাম খান জামি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাডিফজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খান সুমী, সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত রায় টিটু প্রমুখ। এসময় জেলা কৃষক লীগের আহŸায়ক আব্দুস শগীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, সাধারণ সম্পাদক আরেফিন কায়সার শুভ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুন্নাসহ জেলা আ’লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ঐতিহ্যবাহী এ সংগঠনের হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামীকাল ২৪ জুন বিকাল ৩টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জয়বাংলা কনসার্ট ২০২৪’ এর আয়োজন করেছে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ। এ অনুষ্ঠানে থাকছে দেশবরেণ্য চিত্রাভিনেতা ফেরদৌস, খ্যাতনামা ব্যান্ডদল কুঁড়েঘর, শতদল, সঙ্গীত শিল্পী বেলাল খান, নাজমুল হুদা হৃদয়, জিসান খান শুভ, সজিব, তুসিবা ও ফারিয়া জুঁই।