স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদরের একটি এলাকা থেকে গাঁজাসহ মোঃ জসিম উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া এলাকা থেকে তাকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। জসিম উদ্দিন সদর উপজেলার মহিষহাটি গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা করে তাকে দুপুরে আদালতে পাঠানো হবে।