নেত্রকোনা প্রতিনিধি। চোরাই ২টি গরু ও ট্রাকসহ চোর আটক৷ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম এর তত্ত্বাবধানে এসআই আবু বকর সিদ্দিক, সঙ্গীয় এএসআই মশিউল ও ফোর্সসহ সদর থানাধীন ঝাউসি সাকিনন্থ নেত্রকোণা টু ময়মনসিংহ গামী মহাসড়কের দক্ষিন পাশে মেসার্স পূবালী অটো রাইস মিলের সামনে ইং ১৭ ভোর ৫.১৫ ঘটিকার সময় একটি ট্রাককে সন্দেহ হওয়ায় থামানোর সিগনাল দিলে ট্রাকটি থামায়। অতঃপর ট্রাকের পিছনের বডিতে দুইটি গরু দেখতে পাইয়া ট্রাকের চালক আসামী ১। দেলোয়ার হোসেন (৪৫), পিতা মৃত আব্দুস সালাম, গ্রাম- ছনকান্দা, থানা জামালপুর সদর , জেলা -জামালপুর।
বর্তমান ঠিকানা হারিকেন রোড, বারারিপাড়া, থানা -জি এমপি ,গাজীপুর কে জিজ্ঞাসাবাদ করলে সে গরুর মালিকানা সংক্রান্তে সন্তোষজনক কোন উত্তর দিতে পারে নাই। পরবর্তীতে বাদী- আব্দুল গফুর (৭৫), পিতা মৃত আমির উদ্দিন, সাং- মুগরাটিয়া, থানা ও জেলা -নেত্রকোনা এর সনাক্ত মতে ০২ টি চোরাই গরু, একটি ট্রাক আটক করিয়া থানায় নিয়ে আসলে বাদী ধৃত আসামিসহ অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। দুইটি গরুর আনুমানিক বাজার মূল্য ১,১০,০০০/- এবং ট্রাকের মূল্য অনুমান ১৬ লক্ষ টাকা।