নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:
নেত্রকোণায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সকালে ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা -বিভক্তি মানি না , ভোটারের বাই প্রোডাক্ট এনআইডি, এনআইডি রাজনৈতিক হাতিয়ার নয় -এটি ইসি'র অধিকার,১৩ কোটি ভোটারের ডাটাবেজ ইসি'র অধীনে নিরাপদ এই শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে নেত্রকোণা জেলা ও সদর নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সামনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মানববন্ধনে নেত্রকোণা জেলা, সদর উপজেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মু. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক, নেত্রকোণা সদর নির্বাচন অফিসার মোঃ সিহাব উদ্দিন প্রমুখ । বক্তারা বলেন, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে
০৮ কোটি ১০ লক্ষ নাগরিকদের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য সম্বলিত এক বিশাল ডাটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করে । সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে
এই ডাটাবেজে প্রায় ১২.৫০ কোটি নাগরিকের
তথ্য রয়েছে।UNDO-র সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহিত ডাটা ৯৯.০৭শতাং সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ভোটার তালিকার এই তথ্যভাণ্ডার থেকেই উপজাত হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয় পত্র ( NID) প্রদান করা হয়। বক্তারা আরো বলেন আমাদের কার্যক্রম সাংবিধানিক ম্যান্ডেট, ভোটার তালিকা হালনাগাদে তথ্য ঠিক রাখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা ভোটারদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর সহকারী নির্বাচন অফিসার কায়সার আল আরাফ, স্টেনো আব্দুল ওয়াহাব, অফিস সহায়ক মীর হায়দার হোসেন, শরিয়ত উল্লাহ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ